ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন দিলিপ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এর সিদ্বান্ত মোতাবেক আজ রোববার(২৩আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলিপকে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্ততরের দায়িত্ব প্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রাপ্ত দেলোয়ার হোসেন দিলিপ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হিসেবে সফলতার সহিত দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি-১ হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন এবং রাজপথের আন্দোলন সংগ্রামে সাহসি ভূমিকা পালন করে দলের জন্য সর্বদা নিবেদিত হিসেবে কাজ করে আসছেন । নতুন করে দায়িত্ব প্রাপ্ত জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ এ ব্যপারে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধন্যবাদ জানান এবং অতীতের মত দলের জন্য সর্বদা নিবেদিত থেকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন সেই জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।
আপনার মন্তব্য লিখুন