ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ , ২১ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিঃশর্ত কারা মুক্তির জন্য দোয়া, আলোচনা সভা এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সোমবার(১৯আগস্ট) বিকাল ৪ টায় জেলা শহরের ফুলবাড়িয়াস্থ কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম আবুল বাশার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলীপ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান খোকনের সভাপতিত্বে ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আক্তার হোসেন ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ মামুন টুটুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাবেদ মিয়া, সহ সাধারণ সম্পাদক নুরুল হক আমিনী, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান পুষ্প ও প্রচার সম্পাদক মোঃ আহমেদ সাব্বিরসহ জেলা স্বেচ্ছা সেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন