২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যপি হিফজুল কোরআন প্রতিযোগিতায় মার্কাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

FB_IMG_1581581949717 FB_IMG_1581581945800 FB_IMG_1581581953401

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যপি হিফজুল কোরআন প্রতিযোগিতায় সরাইল কুট্টাপাড়া মোড়ে অবস্থিত “মার্কাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী জেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিযোগীদের মধ্যে ১ম পুরস্কার নগদ ২৫হাজার টাকা, ২য় পুরস্কার ২০হাজার টাকা, ৪র্থ, ৯ম ও ১০ম পুরস্কার ৩হাজার টাকা করে মোট ৫টি পুরস্কারে নগদ ৫৪হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে মার্কাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার ছাত্ররা।
মাদ্রাসার উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে ও মহান আল্লাহপাক যেন মাদ্রাসাকে কবুল করেন সেই জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী জসিম উদ্দিন। সেই সাথে মাদ্রাসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ০১৭৩১০৯৩৯৮৯ ও ০১৬৪৬৫৪৩৭৬৬ নম্বরে যোগাযোগ করতে তিনি সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন