ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সরাইলে আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সরাইলে আনন্দ মিছিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ এর নেতৃত্বে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াসহ ৩২ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি প্রদান করায় দেশনায়ক তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে সরাইলে আনন্দ মিছিল করেছে সরাইল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
শনিবার (৯ নভেম্বর) বিকালে মিছিলটি উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ও সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নাজ প্রমুখ।
এসময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন