ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসে শতাধিক নেতা-কর্মীর যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ , ১৩ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম: সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাক্ষনবাড়ীয়া জেলা শাখায় শতাধিক নতুন নেতা-কর্মী যোগদান করেছেন। সদ্য যোগদানকৃত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান ও দাওয়াতি মাহফিল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে ও মাওলানা এম মঈনুল ইসলাম খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনন্দিত মোফাচ্ছেরে কোরআন কেন্দ্রিয় নায়েবে আমির আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনসারী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মুহসিনুল হাসান, জেলা উপদেষ্টা মাওলানা আলী আজম সাহেব, জেলা সহ- সভাপতি মাওললানা আব্দুল মান্নান চৌধুরি, মাওললানা আবু তাহের, মাওললানা আতাউল্লাহ, জেলা অর্থ সম্পাদক মাওলানা কাওসার আহমদ হাসানী, জেলা সহ- সাধারন সম্পাদক মাওললানা মুজাহিদুল ইসলাম, সরাইল উপজেলা সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম, নাসিরনগর উপজেলা সভাপতি মাওলানা শামছুদ্দিন, সাধারণ সম্পাদক হাজি ডাঃ মোঃ গিয়াসুদ্দিন, সদর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ভৈরব উপজেলা সম্পাদক মাওলানা আল- আমিন, কসবা উপজেলা সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল আহাদ মির্জাপুরী, সাবেক জেলা ছাত্র মজলিসের সভাপতি মাওলানা কাজি আনোয়ার, সদ্য যোগদানকারী বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নুরুল আমিন খান, মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ আল- মাহদি, মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জানে আলম, মাওলানা সফিউল্লাহ, মাওলানা মুখতার হোসেন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা হাফেজ খলিল প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন