ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নয়নের রুল মডেল চালু করব ইনশাল্লাহ: আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নয়নের রুল মডেল চালু করব ইনশাল্লাহ: আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমার বাকী জীবনটা উৎসর্গ করলাম। আমি কসবা-আখাউড়া থেকে নির্বাচন করলেও আমি মনে করি আমার বাড়ি সরাইল। আমি সরাইলের চোখ দিয়ে ব্রহ্মণবাড়িয়াকে দেখি। আপনাদেরকে সাথে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নয়নের রুল মডেল চালু করব ইনশাল্লাহ।”
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১ ট্য ব্যবসায়িক কাজে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সরাইল শাহবাজপুর আশিক টি স্টলে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। এ সময় সরাইল উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিএনপির এই নেতাকে সরাইলে স্বাগত জানিয়ে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর।
সরাইল উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রনিকদল, তরুন দল ও নবীনদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন