ব্রাহ্মণবাড়িয়া জেলার “শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার” আবদুল আজীজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলার “শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার” আবদুল আজীজ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন আবদুল আজীজ।
প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর বাচাই কমিটি এ তালিকা প্রকাশ করে। কমিটির প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম।
আবদুল আজীজ বর্তমানে সরাইল উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্তব্যরত আছেন।
সংশ্লিষ্টরা জানান, আবদুল আজীজ সরাইল উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তাঁর নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা।
এ ব্যপারে সরাইল উপজেলা শিক্ষা অফিসার ও নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার আবদুল আজীজ বলেন, ‘এই অর্জন আমার সম্মানিত শিক্ষকদের, যাঁরা সব সময় সব ধরনের কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।’
আপনার মন্তব্য লিখুন