ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন উপজেলা, পৌঢ় ও কলেজ ছাত্রদলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন উপজেলা, পৌঢ় ও কলেজ ছাত্রদলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার চলমান আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে উক্ত জেলার অধীন ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে গড়ে তোলার অভিপ্রায়ে, আগামী ৪৫ দিনের (তথা ২৮ মার্চ ২০২০) মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীন সকল ইউনিট সমূহে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আপনার মন্তব্য লিখুন