ব্রাহ্মণবাড়িয়ায় “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ , ৫ মার্চ ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫মার্চ) সকাল ১১টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানঁ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস শফিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিজ্ঞান বিষয়ে পাঠদানকারী শিক্ষক-শিক্ষিকামন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মী ও বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞান শিক্ষার প্রসারে করণীয় বিষয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিমসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন শিক্ষক-শিক্ষিকা উক্ত সেমিনারে বক্তব্য প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন