৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থী শেখ মোহাম্মদ শামীম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , ১৩ জুন ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

sk shamim(2)

নবদিগন্তনিউজ ডটকম রিপোর্ট:
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায় (সরাইল ও আশুগঞ্জ) মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তৃণমূল নেতাদের সমর্থন পেতে তারা এরই মধ্যে নানা তৎপরতা চালাচ্ছেন। অনেকেই কেন্দ্রের সবুজ সংকেতের জন্য সিনিয়র নেতাদের দ্বারস্থ হচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নিয়মিত ইফতার মাহফিলও করছেন। কেউ কেউ পোস্টার ও লিফলেটের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চৌদ্দ দলীয় জোটের জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধার বিপরীতে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ শামীম। ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করেছিল তৎকালীন ৪ দলীয় ঐক্যজোটের প্রার্থী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মুফতি ফজলুল হক আমিনী। এবার বিএনপির চেয়ারপার্সনের সবুজ সংকেত পেয়ে  মাঠ গোছানোর কাজে নেমে পরেছেন শেখ মোহাম্মদ শামীম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নাম আংশিকভাবে চূড়ান্ত করছে বিএনপি। এ ক্ষেত্রে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা ধরেই আগামী নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে। এসব তালিকা থেকেই পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করা হবে। যারা বিগত ওয়ান ইলেভেনের সরকারের আমলে নানা কারণে নির্বাচন করতে পারেননি, কিন্তু যোগ্য ছিলেন এমন ব্যক্তিদেরও মনোনয়ন দেয়া হতে পারে। আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোপরি প্রার্থী বাছাইয়ে বিএনপির পার্লামেন্টারি বোর্ড মনোনয়নের ব্যাপারে সুপারিশ করবে। তবে চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন দিবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপিতে আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে চমক থাকবে। সেই চমক হচ্ছে জিয়া পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি অন্তত ২০ ভাগ তরুণ ও সাবেক ছাত্রনেতারা মনোনয়ন পাবেন। ঈদুল ফিতরের পর বেগম জিয়া চোখের চিকিৎসা করাতে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। সেখানে চিকিৎসারত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে আগামী নির্বাচন, আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম নিয়েও কথা বলবেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন