৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ আহত: ৩০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

আশুগঞ্জ থেকে হাসান জাবেদ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে উপজেলার চরচারতলা এলাকার তিন রাস্তার মোড়ের পাশে এই সংঘর্ষ শুরু হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক(এসআই) মো. ইদ্রিস মিয়াসহ উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার গোলচত্বর এলাকায় চরচারতলা এলাকার কেচকি বাড়ির রেজেক মিয়ার ছেলে আব্দুল খালেক ও একই এলাকার লতিফ বাড়ির সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সোহরাব মিয়ার ছেলে সজিব মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন