ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সভাপতির ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সভাপতির ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি
.
আজ (৮ অক্টোবর ২০২২ ইংরেজি) শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এ.জেড. এম সাইদুর রহমান (মিল্লাত হুযুর) (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ এর জুলুসে অসুস্থ হয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও
সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ। নেতৃবৃন্দ সংগঠনের জন্য তাঁর ত্যাগ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর ইন্তেকালে সুন্নী জনতা একজন নিবেদিত প্রাণ নেতৃত্বকে হারালো। এ ক্ষতি অপূরণীয়। নেতৃবৃন্দ আল্লাহ পাকের দরবারে মরহুমের জন্য জান্নাতের আলা মাকাম কামনা করে দো’য়া করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য- তিনি ইন্তেকালের সময় স্ত্রী, ৩ জন পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বাদে আসর কুট্টাপাড়া খেলার মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে কোট্টাপাড়া দারোগাবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ দপ্তর সচিব মুহাম্মদ ফরিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথা জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন