ব্রাক্ষণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা যুবদলের সাংগঠনিক সভায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা যুবদলের নেতৃবৃন্দের উপর পুলিশের নজির বিহীন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছা সেবক দল। জেলা স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা যুবদলের কর্মীসভায় পুলিশের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, আশিকুর রহমান ওয়াসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, সহসাংগঠনিক সম্পাদক লিমন, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদল সভাপতি শামিম মোল্লাহ ও জেলা যুবদল সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অনেক নেতা-কর্মী আহত হওয়ায় উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন