বৈশাখ কেড়ে নিল এসএসসি পরীক্ষার্থী সরাইলের সিয়ামের প্রাণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
নববর্ষের প্রথম দিনে বৈশাখী উন্মাদনায় মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সরাইলের সিয়াম(১৮)। আজ রোববার(১৪এপ্রিল) সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম সরাইল উপজেলার সদর ইউনিয়নের জিলুকদারপাড়া গ্রামের মাহমুদ মিয়ার পুত্র ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফলাফল প্রত্যাশী। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ানপাড়া গ্রামের মুখলেছ মিয়ার পুত্র সাইমন ও মোটর সাইকেলের অপর আরোহী একই এলাকার কবির মিয়ার পুত্র রানা গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত আরোহী রানাকে আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। অপর দিকে আহত চালক সাইমনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
আপনার মন্তব্য লিখুন