বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মো. রিপন মিয়া (২২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নবীনগরের বিটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, গত দেড় বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুতের অধীনে নবীনগরে কর্মরত ছিলেন রিপন । প্রতিদিনের মতই লাইন মেরামত করতে গিয়ে বেল্ট দিয়ে বেঁধে বিদ্যুতের খুঁটির উপরে উঠে রিপন। কিন্তু খুঁটি ভাল না থাকায় খুঁটি ভেঙ্গে পানির নিচে পরে যায় রিপন। তখন সহকর্মীদের ও এলাকাবাসীর চেষ্টায় ৫/৭ মিনিট পর খুঁটির নিচ থেকে রিপনকে উদ্ধার করা হয়। ততক্ষণে রিপন মারা যায়।
এদিকে মঙ্গলবার বিকাল ৫ টায় রিপনের
গ্রামের বাড়ি কানিউচ্ছ এলাকায় লাশ নিয়ে এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আর ছেলে রিপনকে হারিয়ে বার বার মুর্চা যাচ্ছেন তার বাবা-মা।
পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় কাটানিশার বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মন্তব্য লিখুন