বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনো দিন আসতে দেব না: ব্যারিস্টার রুমিন ফারহানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনো দিন আসতে দেব না: ব্যারিস্টার রুমিন ফারহানা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতায় যাবে সেই জন, যেই জনকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনো দিন আসতে দেব না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায় এসে মানুষকে অত্যাচার করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্না হয়নি। একটা মানুষও আফসোস করেনি। এত বছর পরে আবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। হাসিনা একদিকে পালিয়েছে। আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর মুক্তি, আনন্দ আর আনন্দ। আওয়ামী লীগকে আর টোকাইয়া কোথাও খুঁজে পাওয়া যায় না।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দিই। এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। বারবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে।
রোববার (২০ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেইট আশিক টি স্টল সংলগ্ন মাঠে ব্যারিস্টার রুমিন ফারহানার পিতা ভাষা সংগ্রামী ও ডেমোক্রেটিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি নেতা আমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র সেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মমিন হোসেন ও ইঞ্জিনিয়ার আরিফুল হক মুকুল।
বক্তাগণ রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন এবং সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আপনার মন্তব্য লিখুন