বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ২৩ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সাবেক ২ বারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। সোমবার (২৩ মে) বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষভোটে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি দীর্ঘ সময় ধরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট কলামিস্ট এডভোকেট জিয়াউল হক মৃধা মহাজোট থেকে পর পর দুইবার নির্বাচিত সাবেক এমপি ছিলেন। এছাড়া তিনি সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দী দুইজনের মধ্যে অপরজন হলেন একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার নির্বাচিত সাবেক সদস্য ও সদ্য নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্য অহিদুজ্জামান লস্কর অপু।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২২ এর প্রিজাইডিং অফিসার সহিদ খালিদ জামিল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভায় ব্যলটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন