বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে সরাইলে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ২২ জুলাই ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(২০জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কর্মকর্তা প্রশিক্ষক বাছিরুল ইসলাম এর সঞ্চালনায়
অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, এলজিআরডির উপজেলা ইঞ্জিনিয়ার নিলুফারা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আবু নাঈম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা মৎস অফিসার মাইমুনা জাহানসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন