বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেবিজয়নগর থেকে আলমগীর মিয়া:
বাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির ‘পকেট কমিটি’ বাতিল চেয়ে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। এসময় তারা হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এতে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বিজয়নগর উপজেলা বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক কাহারু ভূইয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিজয়নগর উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন না করে অগণতান্ত্রিক পকেট কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে একটি গ্রহণযোগ্য কমিটি করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয়নগর উপজেলা বিএনপি রক্ষা কমিটির সদস্য সচিব মো. মামুনুর রশিদ।
আপনার মন্তব্য লিখুন