বিজ্ঞপ্তি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , ২৭ জুন ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেনিম্নলিখিত তফছিলভুক্ত বিল্ডিংসহ ভূমির বিক্রেতা জয়নাল মিয়া পিতা: হীরা মিয়া, গ্রাম: গোয়ালনগর, পোস্ট: নাসিরনগর, উপজেলা: নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্রয় সূত্রে মালিক মো: আব্দুর রউফ মিয়া পিতা: মৃত: মঞ্জিল মিয়া, সাং শাহজাদাপুর, পো: দেওড়া(পশ্চিমপাড়া), উপজেলা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
সমপত্তির তফছিল চৌহদ্দি:
জেলা-ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা: নাসিরনগর, ইউনিয়ন: নাসিরনগর, ভূমি অফিস: নাসিরনগর, মৌজা: নাসিরনগর, জে, এল,নং: সাবেক ৭৪নং, হালে ৪৮নং, খতিয়ান: সাবেক ৪২৫নং, ১৯৪৭নং সাবেক খারিজ, ১৬৫৫নং, বি, এস বুজারত ৫৮৭নং চূড়ান্ত বি, এস, ১৯৪৭/২ সাবেক খারিজ, ২৮৯৩নং হাল খারিজ, দাগ নং: সাবেক ১১২২দাগ, হালে ৩৪৮৩(তিন হাজার চারশত তিরাশি নতুন দাগের অংশ বিক্রিত ভূমি ০১৬৬ এক শতক ছিষট্টি পয়েন্ট বিল্ডিং/বাড়ি ভূমি মাত্র যার উত্তরে : সোহেল খাঁ গং, দক্ষিণে: রাস্তা, পূর্বে: পশ্চিমে: গ্রহিতা নিজ।
আপনার মন্তব্য লিখুন