বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার প্রতিবাদে সৌদিআরবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৭এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় সৌদিআরবের আল জুবাইল প্রদেশ বিএনপির উদ্যোগে সেখানকার স্থানীয় হোটেল সাইকিতে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির আল জুবাইল প্রাদেশীক কমিটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা নাসিমুজ্জামান সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বাশার স্বপন, জসীম উদ্দিন শামীম, শেখ আব্দুল মান্নান, এইচ এম তৌফিক এলাহী কবির, মাহবুব আল হুদা মামুন, ফরিদ আহমেদ, এস এম শফিউল আলম শফি, শোয়াইব বিন আহমেদ সোহেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের। সঞ্চালক ছিলেন বিএনপি নেতা বিএনপি নেতা মো: হেলাল উদ্দিন ভূইঁয়া, সহকারী সঞ্চালক ছিলেন বিএনপি নেতা মো: রাসেল খান সুমন।
আপনার মন্তব্য লিখুন