বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সরাইলে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার গণ-সংযোগ ও ব্যপক প্রচারনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , ১৮ এপ্রিল ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা আইনজীবি সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা থেকে চার বার নির্বাচিত এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। এ ব্যপারে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও আশুগঞ্জ এলাকায় গণদাবি সৃষ্টির লক্ষ্যে গণ-সংযোগ ও ব্যপক প্রচারনা চালিয়ে যাচ্চেন। এ ব্যপারে সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া বলেন প্রতিহিংসায় আজ গণতন্ত্র বন্দী। আমার নেত্রী ও বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের আস্তার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি না হওয়া পর্যন্ত দেশবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন