বিএনপি নেতা শেখ রকিব উদ্দিন এর বোনের ইন্তেকাল, বাদ আছর জানাযা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ , ২ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও শেখবাড়ির কৃতি সন্তান, জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি শেখ রকিব উদ্দিন এর বোন শেখ নাজমুন্নাহার মনি(৪৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজউন)। আজ শনিবার(২মে) সকাল ৭টা ৪০মিনিটে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স(এনআইএনএস) হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। বাদ আছর নোয়াগাঁও শেখ বাড়ি জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য মৃত শেখ নাজমুন্নাহার মনির স্বামীর বাড়ি নাসিরনগর উপজেলা সদরে। মৃত্যুকালে তিনি স্বামীসহ দুই মেয়ে, অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতা শেখ রকিব উদ্দিন এর বোনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুরসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ব্যপারে শোকাহত শেখ রকিব উদ্দিন তাঁর বোনের রুহের মাগফেরাত কামনায় সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন