১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিএনপি নেতা শেখ মোঃ শামীমের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বিএনপি নেতা শেখ মোঃ শামীমের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় প্রকাশ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা শেখ মোঃ শামীম এর মাতা রাফিয়া বেগম আজ সকালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাফিয়া বেগম এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও সমব্যাথী। মরহুমা রাফিয়া বেগম একজন পরহেজগার নারী হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় রাফিয়া বেগম এর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্বীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর শাখাইতি পূর্বপাড়া মিয়াবাড়ির কৃতি সন্তান শেখ মোহাম্মদ শামীম এর মমতাময়ী মা আজ রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদ যোহর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুমার মৃত্যুতে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন