বিএনপি নেতা আলহাজ্ব আক্তার হোসেন ও শরীফ উল্লাহ মৃধাকে সরাইলে সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি নেতা আলহাজ্ব আক্তার হোসেন ও শরীফ উল্লাহ মৃধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে উক্ত সংবর্ধনা দেওয়া হয়। সৌদি আরবের দাম্মাম বিএনপি নেতা এম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব আক্তার হোসেন। প্রধান বক্তা ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ উল্লাহ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসে। সরাইল উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান পলাশসহ কিছু সংখ্যক নেতা-কর্মী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যানারে উল্লেখিত নেতৃবৃন্দের কেউই উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেননি। এছাড়া সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য পদস্থ নেতা-কর্মীদের কেউই উক্ত সংবর্ধনা অনিষ্ঠানে অংশগ্রহন করেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন