বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী সরাইলের কৃতি সন্তান শেখ মোহাম্মদ শামীম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, বিএনপির কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম। শনিবার(২৮অক্টোবর) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ রবিবার (২৯অক্টোবর) তিনি কক্সবাজার পৌছেঁছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সফরসঙ্গী বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম। আগামীকাল(৩০ অক্টোবর) কক্সবাজারের বালুখালী ময়নাগুনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ)নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম।
আপনার মন্তব্য লিখুন