বিএনপির রোড মার্চে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে নেতা-কর্মীদের ঢ্ল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
বিএনপির রোড মার্চে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে নেতা-কর্মীদের ঢ্ল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির রোডমার্চে নেতা-কর্মীদের ঢল নামতে দেখা যায়।
ভোটের অধিকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ভৈরব – ব্রাহ্মণবাড়ীয়া – হবিগঞ্জ – মৌলভীবাজার – সিলেট অভিমুখে বৃহস্পতিবার ( ২১ মার্চ) ভৈরব থেকে সিলেট অভিমুখী বিএনপির রোড মার্চকে সফল করতে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড, সরাইল কুট্টাপাড়া মোড়সহ মহাসড়কের আশ-পাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পদচারনায় মুখোরিত হয়ে ওঠে।
সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা রঙ-বেরঙের পোস্টার ও ব্যানারে সুসজ্জিত হয়ে রোড মার্চে অংশগ্রহন করতে দেখা যায়।
বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর নেতৃত্বে সিলেট অভিমুখী বিএনপির নেতা-কর্মীদের বিশাল গাড়ী বহর দুপুর ১২ টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্রাপাড়া মোড় এলাকায় পৌঁছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান এর সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
২৫০ টি প্রাইভেটকার ও ১৭০ টি মোটর সাইকেলসহ একটি বিশাল গাড়িবহর নিয়ে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী বেলা ১২টা ৫৫ মিনিটে
রোডমার্চ সফল করার লক্ষ্যে সিলেট অভিমুখে যাত্রা করে সরাইল কুট্টাপাড়ার মোড় ত্যাগ করে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অংশে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজমান থাকতে দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন