বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা আজ রাতে প্রকাশ হবে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ , ৫ ডিসেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেনয়াদিগন্ত অনলাইন:
শেষ পর্যন্ত কারা বিএনপির চূড়ান্তা প্রার্থী হিসাবে থাকছেন তা জানা যাবে বুধবার রাতেই। দলটির মহসচিব মির্জা ফখরুল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবার রাতেই প্রকাশ হতে পারেন। গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। বিএনপির চূড়ান্ত প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তবে আজকের (বুধবার) মধ্যে চূড়ান্ত তালিকা করা হবে। এরপর সন্ধ্যায় তা ঘোষণা করা হতে পারে।’ প্রসঙ্গত, গত ২৬ ও ২৭ নভেম্বর সারাদেশে ৩০০ আসনে ৮ শতাধিকের মতো প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছিল বিএনপি। এরমধ্যে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিকরাও বিএনপির ধানের শীষের চিঠি পেয়েছিল। ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বিএনপির ১৪১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এরমধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৩ আসনের মনোনয়নও বাতিল করা হয়। বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়া কয়েকটি আসনে দলটির প্রার্থী শূন্য হয়ে পড়ে।
আপনার মন্তব্য লিখুন