বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশে যোগদান করেছেন সরাইল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশে যোগদান করেছেন সরাইল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
এম এ করিম সরাইল নিউজ ২৪ ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা কুমিল্লা বিভাগীয় বিএনপির মহাসমাবেশে অংশগ্রহন করেছেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে কুমিল্লা জেলা শহরে অনুষ্ঠিত উক্ত মহাসমাবেশ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
ভূঁঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ মহাসমাবেশের আওতাধীন অন্যান্য জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উক্ত মহাসমাবেশে অংশগ্রহন করেন।
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে সরাইল উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী উক্ত মহাসমাবেশে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন