বানিয়াচং থানার ওসি হিসেবে যোগদান করলেন সরাইলের কৃতি সন্তান মোহাম্মদ এমরান হোসেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ , ৬ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ এমরান হোসেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন। গত রোববার(৪মে) তিনি আনুষ্ঠানিকভাবে ওসি হিসেবে বানিয়াচং থানায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে ও হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্বপালন করেছেন। ২০০৩সালে বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৪সালে এসআই হিসেবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাসহ বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন এলাকার লালবাগ থানা, রমনা মডেল থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩সালে পুলিশ পরিদর্শক পদে পদন্নতিপ্রাপ্ত হন। ব্যক্তি জীবনে তিনি ১পুত্র ও ১কন্যা সন্তানের জনক। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি বানিয়াচংবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ছাত্রজীবনে একই সাথে পড়ালেখা করার সুবাধে ঘনিষ্টজন হিসেবে ওসি মোহাম্মদ এমরান হোসেন এর কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সরাইল থেকে প্রকাশিত প্রথম অনলাইন পোর্টাল ” সরাইল নিউজ ২৪.কম” এর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার।
আপনার মন্তব্য লিখুন