বাতির নীচে অন্ধকার, দেখার কেউ নেই!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান বিজয় দিবস উপলক্ষে সরাইল উপজেলা পরিষদ ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, উপজেলা চত্বরের প্রধান সড়কের পাশে বর্ণিল সাজে আলোক সজ্জা করা হয়েছে। দৃষ্টি নন্দন এই আলোক সজ্জার রাতের আলো পুরো উপজেলা চত্বরকে চমকিয়ে রেখেছে। এ যেন সত্যিই বিজয়ের আনন্দের প্রতিধ্বনি। এদিকে বিজয়ের দিনে প্রথম প্রখরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণের জন্য পূর্ব থেকেই সকল প্রস্তুতি নেওয়া হলেও রোববার সকালে শহীদ মিনার সংলগ্ন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকের পাশেই দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি কর্তৃক উদ্বোধন করা নামফলক ও উপজেলার মুক্তিযোদ্ধাদের নামের তালিকা খচিত ফলকে ময়লা পড়ে থাকতে দেখা যায়। যাদের রক্তে এই বিজয় অর্জিত হয়েছে বিজয়ের দিনে তাদের নাম খচিত ফলকের পাশে দুর্গন্ধযুক্ত ময়লার এ স্তূপ কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকার সচেতন মহল। এ যেন বাতির নীচে অন্ধকার। এলাকাবাসীর প্রশ্ন এই অবস্থা দেখার কি কেউ নেই!!।
আপনার মন্তব্য লিখুন