বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সরাইল উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ১২ জুলাই ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
গত ৭জুলাই শুক্রবার সকাল ১১ টায় সরাইল শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সরাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রমথ নাথ চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র সূত্রধর এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি জয় শংকর চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক রিপন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবিমল ধর ,অনু মাষ্টার, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল দত্ত, প্রাক্তন শিক্ষা কর্মকর্তা সুনীল দেব, বাবু দেব দাস সিংহ রায়, অরুয়াইল ইউনিয়নের বাবু বেনী মাধব রায়, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অসিম দেব, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী, শাহজাদাপুর ইউনিয়ন শাখার সভাপতি পার্থ সারথি দাশ ভক্ত। উক্ত সম্মেলনে সর্বসম্মতি ক্রমে আগামি তিন বছরের জন্য সুদিপ দত্তকে সভাপতি এবং অসিম ধরকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জেলা কমিটি । সম্মেলনে সরাইল উপজেলার সকল ইউনিয়নের প্রায় দুই শতাধিক হিন্দু সমাজের লোকজন উপস্থিত ছিলেন ।
আপনার মন্তব্য লিখুন