বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম বিশ্বসেরা হাফেজ নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , ১৬ জুন ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা -২০১৭ এ বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম প্রথম স্থান অধিকার করে বিশ্বসেরা হাফেজ নির্বাচিত হয়েছেন। ১৫জুন বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনের সনদ আনুষ্ঠানিকভাবে তারঁ হাতে তুলে দেওয়া হয়। বিশ্বের ১০৩টি দেশের সেরা হাফেজদের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম প্রথম স্থান অর্জন করেন। হাফেজ তরিকুল ইসলাম হাফেজ নেছার আহমদ আন নাছিরী প্রতিষ্ঠিত এবং ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং তিনি প্রতিযোগিতায় প্রথম হওয়ায় ৬০লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবেন বলে জানা যায়।
আপনার মন্তব্য লিখুন