বনপা”র সদস্য নির্বাচিত সরাইল থেকে প্রকাশিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল “www.sarailnews24.com”
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে প্রথম প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “সরাইল নিউজ ২৪.কম” (www.sarailnews24.com) আজ সোমবার(১২অক্টোবর) “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন” ‘বনপা” এর সাধারন সদস্য পদ লাভ করেছে। (সদস্য নং-৭৩২)। সদস্য হিসেবে নির্বাচিত করায় নিউজ পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল করিম “বনপা” কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে ” www. sarailnews24.com” এর অগ্র যাত্রায় সকল পাঠক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানিয়ে তিনি সকলের দোয়া প্রত্যাশা করেছেন।
আপনার মন্তব্য লিখুন