বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর সরাইলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ৭ মার্চ ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭মার্চ) সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন