ফুলেল সংবর্ধনায় সিক্ত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আইয়ুব খান। সেই সাথে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনকে। আজ রোববার(৫জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাজী মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজী মোহাম্মদ আবদুর রাজ্জাক, এস এম ফরিদ, কাজী আমিনুল ইসলাম শেলভী, মো: মাহফুজ মিয়া, দিলরুবা আক্তার, শিক্ষক প্রতিনিধি এ জেড এম সাইদুর রহমান, গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ, সৈয়দা ফারজানা খানম ও বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানের সহধর্মিনী হোসনে আরা বেগম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আইয়ুব খানকে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। সেই সাথে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম।
আপনার মন্তব্য লিখুন