ফুলেল সংবর্ধনায় বিদায় নিলেন সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম একই জেলার বাঞ্চারামপুর উপজেলা সমাজ সেবা অফিসার হিসেবে বদলী হয়েছেন। দীর্ঘ দিন ধরে সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের কাছে জনপ্রিয় অফিসার হিসেবে পরিচিত হয়ে উঠেন। সমাজ সেবা অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সরাইল উপজেলা জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়া অবসর সময়ে সমাজ সেবা অফিসের সামনে ব্যক্তিগত উদ্যোগে তিনি গড়ে তুলেছেন শাক সবজি ও কৃষিপণ্যের বাগান। নিজ কর্মকান্ডে তিনি এখানকার মানুষের কাছে হয়ে উঠেন জনপ্রিয় অফিসার। সরকারি বিধি অনুযায়ী তিনি বাঞ্চারামপুর বদলী হওয়ার খবর আসার পর থেকেই বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকেঁ ফুলেল বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকেঁ ফুলেল বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন