প্রাইভেটকারে চড়ে অভিনব কায়দায় গরু চুরি, গাড়ি ও গরুসহ সরাইলে আটকঃ ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
প্রাইভেটকারে চড়ে অভিনব কায়দায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার ও গরুসহ ১জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার(৪ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জের লাখাই উপজেলার বামুই গ্রামের ফারুক মিয়ার (৪৫) নেতৃত্বে ৪ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে একটি ষাঁড় নিয়ে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। কুট্টাপাড়া উচ্চবিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে কারটি থামিয়ে তিন ব্যক্তি দ্রুত সটকে পড়েন। এ সময় পুলিশ ফারুক মিয়াকে আটক করে। পুলিশ গাড়ির ভেতর থেকে একটি ষাঁড় বের করে। গরুটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক এলাকা থেকে আজ সকালে তাঁরা চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
সরাইল বিশ্বরোড মোড় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাইভেট কারের ভেতরে পেছনের আসনগুলো খুলে রাখা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। গাড়িটি জব্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন