প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ও রোগমুক্তি কামনায় সরাইলে পৃথক পৃথক স্থানে আওয়ামীলীগ নেতৃবৃন্দের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ও রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ ২৮সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ও সন্ধায় পৃথক তিনটি স্থানে উপজেলা আওয়ামীলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ আলোচনা সভা, কেক কাটা, আনন্দ র্যালি ও দোয়া মাহফিল করেছেন। সরাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো: জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আজাদ, এডভোকেট জয়নাল উদ্দিন জয়, ছাত্রলীগ নেতা বাপ্পিসহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে একই সময়ে সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংদের উদ্যোগে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আওয়ামীলীগ নেতা মো: ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার পুত্র আওয়ামীলীগ নেতা এডভোকেট তানবির হোসেন কাউসার, আওয়ামীলীগ নেতা মো: ছাদেক চেয়ারম্যান, হাজী মাহফুজ আলী, মো:ইকবাল হোসেন, অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকারসহ অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। একই দিন বাদ মাগরিব সরাইল উপজেলা যুবলীগের ব্যানারে সরাইল উচালিয়াপাড়া মোড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সদস্য এ আই মনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ানীলীগ নেতা আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আল এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আমিন খান, যুগ্ম আহবায়ক হোসেন মিয়া ও বাবুল মিয়াসহ অন্যান্য নেতা -কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন