পুলিশী বাঁধার মুখে সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী জামাল লস্করের নেতৃত্বে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার(৩জানুয়ারী) বিকালে সরাইল উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব পদপ্রার্থী মোঃ জামাল হোসেন লস্করের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, চুন্টা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান বায়েছ, যুবদল নেতা আলাল মিয়া, কারানির্যাতিত নেতা গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা রাফজান জানি মেজবাহ, সাইফুল ইসলাম খান হৃদয়, নাদিম মিয়া, আক্তার হোসেন ভূইয়া, মাহবুব রহমান, জাহিদ হাসান দিপু, সরাইল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমাছ খন্দকার, আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইমন ইসলাম রোমান সহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিতিতে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী পালিত হয়। র্যালীটি সরাইল বড্ডাপাড়া থেকে শুরু হয়ে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে পুলিশী বাঁধার মুখে পড়ে। সেখানে সমবেত ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মুহূর্মূহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে র্যালি সমাপ্ত ঘোষনা করেন।
আপনার মন্তব্য লিখুন