পাকশিমুল ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিন্ডার গার্টেন প্রতিষ্ঠা করতে এলাকাবাসীর উদ্যোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের প্রত্যন্ত লম্বাহাটি গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা বঞ্চিত হচ্ছেন এ এলাকার কোমলমতি শিশুরা। এই গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দুর্গম ও বিশাল হাওড় এলাকা পাড়ি দিয়ে ছেলে-মেয়েদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের মাঝেও তেমন আগ্রহ নেই। এ অবস্থায় উক্ত গ্রামে একটি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। উক্ত গ্রামে কিন্ডার গার্টেন স্থাপনের অনুমতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে গ্রামবাসীর পক্ষে মোঃ দ্বীন ইসলাম স্থানীয় সংসদ সদস্যের সুপারিশকৃত একটি লিখিত আবেদন সরাইল উপজেলা শিক্ষা অফিসার বরাবর গত ১৫/১০/২০১৯ তারিখে জমা দিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা অপেক্ষাকৃত দ্রুততম সময়ের মধ্যেই উক্ত গ্রামে কিন্ডার গার্টেন স্থাপন করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পড়া-লেখার পথকে সুগম করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য লিখুন