পবিত্র মাহে রমজান শুরু কাল, পবিত্রতা রক্ষার আহবান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ , ১৭ মে ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, ধর্মসচিব মো: আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজল ও বিশেষজ্ঞ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। সুুুত্র: নয়া দিগন্ত।
আপনার মন্তব্য লিখুন