৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

পদ্মাসেতুতে বরাদ্দ ৫ হাজার ৫২৪ কোটি টাকা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ২ জুন ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে


 বরাদ্দ বাড়ছে পদ্মাসেতু প্রকল্পে। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ

চলতি অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত এডিপিতে এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। ফলে চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ছে ৮৫০ কোটি ২৬ লাখ টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যেখানে পদ্মাসেতুসহ উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের কথা জানানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছর পদ্মাসেতু প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সময়। কেননা ২০১৮ সালের মধ্যে এই সেতু দিয়ে যান চলাচলের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য পূরণ করতে হলে নতুন অর্থবছরে বাস্তবায়ন কাজে ব্যাপক গতি আনতে হবে। ফলে বরাদ্দের ক্ষেত্রে যাতে কোনো টান না পড়ে সেদিকে খেয়াল রাখা হয়েছে। অন্যদিকে পদ্মাসেতুর অগ্রগতি সম্পর্কে জানা গেছে, গত এপ্রিল পর্যন্ত এ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৪১ দশমিক ৫০ শতাংশ। এছাড়া মূল সেতু নির্মাণের কাজের অগ্রগতি ৩৭ শতাংশ। অন্যান্য অংশের কাজও প্রায় শেষ। সবকিছু মিলিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের এ সেতুর নির্মাণকাজ। অন্যান্য অংশের মধ্যে প্রকল্পটির জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ সড়কের কাজ ৯৫ শতাংশ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ সড়কের কাজ ১০০ শতাংশ, সার্ভিস এরিয়া-২ এর কাজ ১০০ শতাংশ, নদীশাসন কাজ ৩০ শতাংশ শেষ হয়েছে। চলতি অর্থবছরে প্রকল্পটির অনুকূলে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে গত এপ্রিল মাস পর্যন্ত ব্যয় হয়েছে ২ হাজার ১৯৬ কোটি ৫৬ লাখ টাকা যা আরএডিপি বরাদ্দের ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন