পচাঁনব্বই ভাগ সহজ সরল ও শান্তিপ্রিয় মানুষের সরাইলে জুয়া-মাদক সম্পূর্ণ নিষিদ্ধঃ ইসলামী সম্মেলনে ওসি সাহাদাত হোসেন টিটো
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
“আল্লাহতায়ালা জ্বীন ও ইনসান সৃষ্টি করেছেন এবাদত করার জন্য, মানুষ মানুষের মাঝে ঝগড়া করার জন্য নয়। দাঙ্গা-ফ্যাসাদ, ঝগড়াঝাঁটি হল শয়তানের কাজ, অনেক সময় ভাইয়ে-ভাইয়েও তর্ক-বিতর্ক হতে পারে। তা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবেন। কারো ইন্ধনে ঝগড়া-ফ্যাসাদ করবেন না, সরাইলের পচাঁনব্বই ভাগ মানুষ সহজ-সরল ও শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় মানুষের সুখ-শান্তি বিনষ্ট করলে, দুনিয়াতে আইনের কঠিন শাস্তি থেকে কেউ রক্ষা পাবেন না, রক্ষা পাবেন না আখেরাতের কঠিন আজাব থেকেও। সরাইলে জুয়া ও মাদককে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এ ধরনের কর্মকান্ড চলতে দেওয়া হবে না। কোথাও এ ধরনের কর্মকাণ্ড হলে আমাকে জানাবেন। অনেকই মনে করেন মাদক সেবী ও জুয়াড়ীদের ব্যপারে আমরা জেনেও ব্যবস্থা নেয় না। না আপনাদের এ ধারনা ঠিক নয়। যেখানেই মাদক ও জুয়ার খবর পাবেন সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করব। মাদক ও জুয়া খেলা সমাজকে শুধু ধ্বংস করে না, আপনার পরিবারে যদি একজন জুয়ারী অথবা একজন মাদকসেবী থাকে তাহলে আপনার পুরো পরিবারটিকে ধ্বংস করে দেবে। তাই প্রথমে আপনার পরিবার থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করতে হবে। আইন-শৃংখলা বাহিনী আপনাদের পাশে সর্বদায় থাকবে। অপরাধীরা যত বড় শক্তিশালীই হোক না কেন আইনের চোখে তারা কিছুই না, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অপরাধ করে কেউ ছাড় পাবে না।” সরাইল উপজেলার সদর ইউনিয়নের “সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন নুরাণিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা’র ২দিন ব্যপি ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিন সোমবার(২৪ফেব্রুয়ারী) দিবাগত রাতে মাদ্রাসা ময়দানে উপস্থিত আলেম-ওলামা ও সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদি জনতার উপস্থিতিতে এ কথা বলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো। এ সময় তিনি ঈমাম ও আলেম-ওলামাদেরকে দাঙ্গা-হাঙ্গামা, মাদক, জুয়া, বাল্যবিয়ের বিরুদ্ধে আলোচনা ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। সরাইল আলী নগর মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা আবু সাঈদ সাহেবের সভাপতিত্বে ও সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ ক্বারী মোশাররফ সাহেবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইসলামী মহাসম্মেলনে দেশ বরেণ্য আলেম আল্লামা শুয়াইব আহমেদ আশ্রাফী, মাওলানা মু’তাসিম বিল্লাহ সেলিম(২৬ইঞ্চি হুজুর), মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সাংবাদিক তাসলিম উদ্দিনসহ অন্যান্য ওলামায়ে-কেরামগণ ও সহস্রাধিক ইসলাম প্রিয় ধর্মপ্রাণ তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। এ সময় অত্র মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ হওয়া ৮জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়। আখেরী মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অত্র মাদ্রাসার সেক্রেটারী ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম সম্মেলনে আগত সকল অতিথিবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানদের ধন্যবাদ জানান। সেই সাথে মাদ্রাসাটির উন্নয়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন