নয়া দিগন্তের অনলাইনে ও সরাইল নিউজ২৪ ডটকম এ সংবাদ প্রকাশের পর শিশু সুখীর ভিক্ষা করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে যাবতীয় দায়িত্ব নিয়েছেন “ওয়ান/টোয়েন্টিফোর সোস্যাল মুভমেন্ট” নামক সামাজিক সংগঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভিক্ষা করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে শিক্ষার যাবতীয় দায়িত্ব নিয়েছেন “ওয়ান/টোয়েন্টিফোর সোস্যাল মুভমেন্ট” নামক সামাজিক সংগঠন। “ভিক্ষা করেও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন শিশু সুখী” শিরোনামে গত ২৪জানুয়ারী দৈনিক নয়া দিগন্তের অনলাইনে ও সরাইল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা(পোর্টাল) সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এ সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার(৩১জানুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর মো: শাহাব উদ্দিনের নেতৃত্বে “ওয়ান/টোয়েন্টিফোর সোস্যাল মুভমেন্ট” নামক সামাজিক সংগঠনের ১১জন সদস্য মাইক্রোবাসযোগে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় এসে শিশু সুখীর শিক্ষার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা ঘোষনা দেন। স্থানীয় কালিকচ্ছ কিন্ডার স্কুলে শিশু সুখীকে প্লে শ্রেণিতে ভর্তি করিয়ে বই, স্কুল ড্রেস ও ভর্তি ফিসহ যাবতীয় খরচ স্কুলের প্রধান শিক্ষক নাজমা বেগমের হাতে তোলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রফেসর মো: শাহাব উদ্দিন। কালিকচ্ছ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে তিনি বলেন শিশু সুখীর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরনে আমরা আজীবন সুখীর পাশে থেকে কাজ করে যাব। বিকাশের মাধ্যমে প্রতিমাসে শিশু সুখীর পড়া-লেখার যাবতীয় খরচ স্কুলের প্রধান শিক্ষকের নিকট আমাদের সংগঠনের পক্ষ থেকে পাঠানো হবে এবং ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত প্রতিনিয়ত আমরা সার্বিক খোজঁ-খবর রাখব ইনশাল্লাহ । এ সময় তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও অনলাইন পত্রিকা সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে এ সংবাদ জেনে সুদূঢ় চট্রগ্রাম থেকে সরাইলে এসে শিশু সুখীর স্বপ্ন পূরণে পাশে দাড়াঁতে পেরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদকসহ দৈনিক নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা ও সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এম এ করিম ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা এম এ করিম ও শিশু সুখীর মা হোসেনা বেগম। ওয়ান টোয়েন্টিফোর সোস্যাল মুভমেন্টের সদস্য আকবর হোসাইন শিমুল, রোবেল দাস, হোসাইন আল মামুন, মো: রমজান আলী, আল মামুন, আব্দুল হাশেম, মো: ইয়াসিন, মাইনুল হাসান সাকিব, নূর মোহাম্মদ বাপ্পী, শফিকুল ইসলাম মিশু, মোহাম্মদ অনিম হোসেন, অনলাইন ভিত্তিক সংগঠন সেবানন্দেও এডমিন জায়েব জাবেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ৪ভাই-বোনসহ শিশু সুখী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন