নৌকা প্রতীকে এবারও বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নৌকা প্রতীকে এবারও বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবারও নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বিগত ইউপি নির্বাচনেও তিনি পাকশিমুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ব্যপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এলাকার প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করছেন।
এ ব্যপারে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সর্বস্থরের মানুষের ভালবাসা নিয়ে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছি। জনগণের প্রত্যক্ষভোটে এবারও চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচিত হব বলে আমি আশাবাদী।
আপনার মন্তব্য লিখুন