নুরুন ফাউন্ডেশনের উদ্যোগে আমেরিকায় “যুব উন্নয়ন ও মেনটরশিপ প্রোগ্রাম” অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নুরুন ফাউন্ডেশনের উদ্যোগে আমেরিকায় “যুব উন্নয়ন ও মেনটরশিপ প্রোগ্রাম” অনুষ্ঠিতএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ান পাড়ার ঠাকুর বাড়ির কৃতি সন্তান, নুরুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইবার বিশেষজ্ঞ ড: কুতুব উদ্দিন ঠাকুর রনি ও বি এস এ এর উদ্যোগে গত ২৫অক্টোবর আমেরিকার নিউয়র্ক ইউনিভার্সিটি মালটি পারপার্স কক্ষে (1-107) যুব উন্নয়ন ও মেনটরশিপ পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ড. কুতুব উদ্দিন ঠাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির চিফ ইকোনমিস্ট ড. ইউসেফ এইচ রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটর্নী সুমা সায়িদ, লাবিবা আলী এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডাইরেক্টর শাহানা হানিফ। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার প্রধান করা হয়। এ ব্যপারে ড. কুতুব উদ্দিন ঠাকুর রনির বড় ভাই ও নুরুন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার যুগ্ম সমন্বয়কারী নিয়াজ উদ্দিন ঠাকুর সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে নুরুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. কুতুব উদ্দিন ঠাকুর রনির জন্য সকলের দোয়া চেয়ে নুরুন ফাউন্ডেশনের সার্বিক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন