“নিন্দা ও প্রতিবাদ”
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রেস বিজ্ঞপ্তিঃ
“সরাইলের দৈনিক হালচাল” ফেইসবুক আইডিতে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সৃজনশীল প্রশ্নের উদ্বৃতি উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। উক্ত পোস্টের শুরুতে সরাইলের আনোয়ার সাহেবের নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত প্রশ্নের উদ্দীপকে আনোয়ার নামটি ব্যবহার করা হলেও তা দ্বারা কোনো বিশেষ ব্যক্তিকে বুঝানো হয়নি। কে বা কাহারা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উক্ত আইডিতে উক্ত প্রশ্নের উদ্ধৃতিটি দিয়ে সম্মানিত আনোয়ার স্যার ও আমি প্রশ্নকারী উভয়কে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত আইডিটির বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোড় দাবি জানাচ্ছি।
মোঃ হাবিবুল্লাহ
সহকারি শিক্ষক
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
তারিখঃ ৩০/১১/২০১৯
আপনার মন্তব্য লিখুন