নিজ উপজেলা সরাইলে সাংবাদিক এমডি জালাল মিয়াকে আনুষ্ঠানিক সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
নিজ উপজেলা সরাইলে সাংবাদিক এমডি জালাল মিয়াকে আনুষ্ঠানিক সংবর্ধনা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
বিবিসি টোয়েন্টিফোর নিউজ এর হেড অব নিউজ, আমেরিকান ন্যাশনাল টেলিভিশনের কান্ট্রি চিফ ও জাতিসংঘের রেজিষ্ট্রার্ড ডেলিগেট সাংবাদিক এমডি জালাল মিয়াকে নিজ উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর উদ্যোগে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের এই কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের ৪১টি দেশ সফল সফরসহ সম্প্রতি জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরায় নিজ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তাঁকে এ সংবর্ধনা দেন।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কলামিস্ট ও জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওসমান গণি, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক বিরোধী সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক খাজা মাইন উদ্দিন, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল সদর ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, আওয়ামী লীগ দলীয় নারী নেত্রী নাজমা বেগম, সরাইল পাইলট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য দিলরুবা খানম রুবি,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক তাসলিম উদ্দিন।
বক্তব্য দেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, হৃদয়ে সরাইল সংগঠনের সভাপতি ও সম্রাট ফার্নিশার্স এর সত্ত্বাধিকারী ফয়সাল আহমেদ মৃধা দুলাল।
সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য এস এম ফরিদ, সাংবাদিক নুরুল হুদা,
কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য এনামুল হক লোকমান, সরাইল উপজেলা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা মাজেদুল হক সবুজ, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য অহিদুজ্জামান লস্কর অপু ও এসকে সজল, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও সাংবাদিক শাহাগীর মৃধাসহ জেলা৷ ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মীবৃন্দ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন