নিখোঁজের ১৪মাস পরেও সন্ধান মেলেনি সরাইলের কিশোর রাসেল মিয়ার, স্বজনদের আর্তনাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১৪মাস পরেও সন্ধান মেলেনি কিশোর রাসেল মিয়ার। পরিবারের স্বজনদের মাঝে চলছে আর্তনাদ। সন্তান হারানোর বেদনায় পাগল প্রায় নিখোঁজ কিশোর রাসেলের পিতা-মাতা। উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জল মিয়ার পুত্র রাসেল মিয়া(১৬) ২০১৯ সালের ২০জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় বলে সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে পারিবারিক সূত্র জানিয়েছেন। নিখোঁজ হওয়ার পর স্বজনরা আত্বীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়েও রাসেলের কোনো সন্ধান পাননি। পরবর্তীতে নিখোঁজ রাসেলের পিতা তোফাজ্জল হোসেন এ ব্যপারে সরাইল থানায় সাধারণ ডায়রী করেন। ডায়রী নং ৬৭৭ তারিখ ১৭/০৮/২০১৯। সাধারণ ডায়রীমূলে জানা যায়, ঢাকায় টেক্সটাইলের ব্যবসা করার সুবাধে পরিবার-পরিজন নিয়ে তোফাজ্জল হোসেন ঢাকা গাউছিয়া এলাকায় ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করেন। ২০১৯ সালের ২০ জুলাই তাঁর পুত্র রাসেল মিয়া ঢাকা গাউছিয়া ভাড়া বাসা থেকে পৈত্রিক বাড়ি সৈয়দটুলা পশ্চিনপাড়ায় বেড়াতে আসেন। একই দিন বিকাল ৩টায় বাড়ি থেকে রাসেল মিয়া নিখোঁজ হওয়ার পর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। গায়ের রং শ্যামলা ও ৫ফূট উচ্চতাধারী নিখোঁজ রাসেল মিয়ার মুখমন্ডল লম্বাটে ও দেহের গড়ন হালকা পাতলা। কোনো হৃদয়বান ব্যক্তি রাসেলের সন্ধাল পেলে ০১৮৫৫- ৩৭৬৩৮৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন সন্তানের খোঁজে পাগলপ্রায় নিখোঁজ রাসেলের দিশেহারা পিতা-মাতা।
আপনার মন্তব্য লিখুন